হোম > অর্থনীতি > করপোরেট

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ই-রাজ’ উদ্বোধন

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশীয় ইলেকট্রনিকস পণ্যের প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপ ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলের বলরুমে ই-কমার্স সাইট ‘ই-রাজ’-এর উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। মিনিস্টারের এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে দ্রুত সময়ে মানসম্মত পণ্য ডেলিভারি নিশ্চয়তাসহ দেশি-বিদেশি সকল ব্র্যান্ডের যাবতীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সের পণ্য অনায়াসে ক্রয় করতে পারবেন গ্রাহকেরা। 

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহসভাপতি এম এ রাজ্জাক খান রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সভাপতি হচ্ছেন ফারুক হাসান, ডিএমপির কমিশনার মো: শফিকুল ইসলাম, এডিশনাল আইজিপি মোহাম্মদ আলী মিয়া, এডিশনাল আইজি মো. শাহবুদ্দিন খান, মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনুসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও এমডি গণ, রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ এবং মিনিস্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত