হোম > অর্থনীতি

এখন থেকে ঋণ নিতে সইয়ের সঙ্গে লাগবে আঙুলের ছাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রাহককে ঋণ দেওয়ার আগে ব্যাংক বিভিন্ন চার্জ সংক্রান্ত দলিলে ঋণগ্রহীতা ও জামিনদাতার স্বাক্ষর নিয়ে থাকে। তবে এখন থেকে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যাচাই করে স্বাক্ষরের পাশাপাশি অবশ্যই বৃদ্ধাঙ্গুলির ছাপ দিতে হবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ঋণ দেওয়ার উদ্দেশ্যে নেওয়া চার্জ ডকুমেন্টের বিষয়বস্তু ঋণগ্রহীতা ও জামিনদাতাসহ সংশ্লিষ্ট তৃতীয় ব্যক্তি বা পক্ষকে পড়ে শোনাতে হবে। এ ছাড়া এসব ডকুমেন্টে স্বাক্ষরের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের জন্য সংরক্ষিত ডাটাবেজ থেকে যাচাই করে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ নিতে হবে। 

হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আদালতে বেশি কিছু রিট পিটিশন দায়ের করা হচ্ছে, যেখানে ঋণগ্রহীতা ও জামিনদাতা উভয়ে ঋণ গ্রহণ ও জামিন সংক্রান্ত দলিলে স্বাক্ষর করেননি বলে উল্লেখ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট চার্জ ডকুমেন্টের সঠিকতা যাচাইয়ে ঋণগ্রহীতা ও জামিনদাতার স্বাক্ষরের ওপর নির্ভর করতে হয়, ফলে ঋণ আদায়ের আইনি প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এই আইনি জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

ইপিবির প্রতিবেদন: বহুমাত্রিক চাপে ডিসেম্বরে রপ্তানি আয় কমল ১৪%

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে তেলের দাম বাড়বে নাকি কমবে

দেশে খাদ্য মজুত পাঁচ বছরে সর্বোচ্চ, চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

বন্ধ হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা