হোম > অর্থনীতি

সাত ধরনের গাড়ির অগ্রিম কর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোটরযান নিবন্ধন ও ফিটনেস নবায়নকালে সাত ধরনের গাড়ির ক্ষেত্রে অগ্রিম কর দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত একটি স্পষ্টীকরণ প্রজ্ঞাপন দিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক চিঠির জবাবে এনবিআর বিষয়টি স্পষ্ট করেছে।

এনবিআর যেসব গাড়িকে অগ্রিম কর থেকে অব্যাহতি দিয়েছে, তা হলো সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ; সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম; কোনো বিদেশি কূটনীতিক, বাংলাদেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও অঙ্গসংগঠনের দপ্তর; বাংলাদেশে কার্যরত বিদেশি উন্নয়ন অংশীদার ও এর সংযুক্ত দপ্তর; এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান; সরকারি বিশ্ববিদ্যালয়; গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।

সম্প্রতি বিআরটিএ এনবিআরকে চিঠি দিয়ে কোন ধরনের গাড়িতে অগ্রিম কর হবে না, তা জানতে চেয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এনবিআর তা স্পষ্ট করেছে। সংস্থাটি জানায়, সাত ধরনের গাড়ির ক্ষেত্রে অগ্রিম কর না নেওয়ার সিদ্ধান্ত আগে থেকেই রয়েছে। তবে তা অস্পষ্ট ছিল। এ জন্য এনবিআর তা বিশদভাবে বিআরটিএকে জানিয়ে দিয়েছে।

জানা যায়, দেশের ৭০ শতাংশ গাড়িই ১ হাজার ৫০০ সিসি ক্ষমতাসম্পন্ন। বর্তমানে এই সিসির ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর ২৫ হাজার টাকা। তবে ১ হাজার ৫০০ সিসির বেশি; কিন্তু দুই হাজার সিসির কম—এমন গাড়ির অগ্রিম কর ৫০ হাজার টাকা। এ ছাড়া দুই হাজার থেকে তিন হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ১ লাখ টাকা এবং ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ সিসি পর্যন্ত ১ লাখ ২৫ হাজার টাকা অগ্রিম কর দিতে হয়। সিসি এর বেশি হলে দুই লাখ টাকা অগ্রিম কর দিতে হয়।

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

ইপিবির প্রতিবেদন: বহুমাত্রিক চাপে ডিসেম্বরে রপ্তানি আয় কমল ১৪%

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে তেলের দাম বাড়বে নাকি কমবে

দেশে খাদ্য মজুত পাঁচ বছরে সর্বোচ্চ, চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

বন্ধ হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা