হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আতিকুল ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সাগরদিঘি-গারোবাজার আঞ্চলিক সড়কের সানবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৫ জন আহত হন। নিহত আতিকুল ইসলাম সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগরের হাবিবুর রহমানের ছেলে। 

আহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাদিবাড়ির বাদশা মিয়ার ছেলে মো. রুবেল (২২) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দির সিকদার মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৩০)। অপর ৩ জনের নাম পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভর্তি ট্রাকটি সাগরদিঘি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। 

আহতদের মধ্যে ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও চালকসহ ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে আতিকুল ইসলাম মারা যান। 

সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। 

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু