হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

(ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের শপথ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত কিশোর মো. নাজমুল আকন্দ (১৭) মারা গেছে। দুই মাস চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

গত ১৭ এপ্রিল ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয় সে। নাজমুল ভূঞাপুর উপজেলার পুংলীপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

১৭ এপ্রিল ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ শেষে টাঙ্গাইল থেকে মোটরসাইকেলের একটি শোভাযাত্রা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলি ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চেয়ারম্যানের সমর্থক রেজাউল করিম (২৪) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন অপর দুই সমর্থক। গুরুতর আহত হয় নাজমুল ও চণ্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম তালুকদার (১৮)। 

গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা জানান, ১৭ এপ্রিল শপথ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কালিহাতীর পুংলি ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে একজন মারা যান এবং দুজন আহত হন। এদের মধ্যে শামীম তালুকদার চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নাজমুল আকন্দ দীর্ঘ দুই মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়। 

উল্লেখ্য, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১১২ দিন পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা শপথ গ্রহণ করেন। ১৭ এপ্রিল টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ