হোম > সারা দেশ > টাঙ্গাইল

মসজিদের ইমামকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারন্দিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওসমান গণিকে (৫৮) উপহার বক্সে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

মাওলানা মো. ওসমান গণি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মেহাবী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 

সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত শনিবার সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি নারান্দিয়া মাদ্রাসার ছাত্র সালমানের (৬) কাছে একটি উপহার বক্স দিয়ে চলে যান। বক্সটি খুলে ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পান মাওলানা মো. ওসমান গণি। চিঠিতে মসজিদ ও মাদ্রাসার অর্থ লোপাটের অভিযোগ করে তাঁকে আসন্ন রমজানের আগেই মসজিদ ও মাদ্রাসার দায়িত্ব ছেড়ে চলে যেতে বলা হয়েছে। অন্যথায় তাঁকে হত্যার হুমকি বা অপমান জনক বিদায়ের কথা বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনার বিষয়ে আজকের পত্রিকাকে জানান মাওলানা মো. ওসমান গণি। 

মসজিদ বা মাদ্রাসার অর্থ লোপাটের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদ্রাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স রেখে যান। বক্সটি খুলে আমি দেখতে পাই ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি। এ বিষয়ে ২১ মার্চ আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীন ভুগছি। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল