হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাবাড়িতে পেট্রল মজুত, ভয়াবহ অগ্নিকাণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বাসাবাড়িতে স্থাপন করা পেট্রল-ডিজেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কচুয়া বাজারের শওকত হোসেনের তেলের গোডাউনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনের তীব্রতায় গোডাউনের পাশে ঢাকা-সাগরদীঘি সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শওকত হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার কচুয়া বাজারের একটি দোকানে পেট্রল, কেরোসিন, মবিল, ডিজেল ও ব্যাটারির ব্যবসা করে আসছেন। ওই বাজারেই তাঁর বাসাবাড়িতে তেল বহনের দুটি লরি ট্রাক ও ড্রামে করে তেল ও অন্যান্য মালামাল মজুত করে রাখেন। 

আজ সোমবার সকালে হঠাৎ ওই বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ সময় বাড়ির লোকজন দৌড়ে বাইরে চলে আসে। আগুনের তীব্রতা বেড়ে তেলের ২০-২৫টি ড্রাম বিস্ফোরিত হয়। এ সময় পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পাশের একটি বাসারও আংশিক পুড়ে যায়। পরে সখীপুর, বাসাইল, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

প্রত্যক্ষদর্শী হায়দার আল মামুন আজকের পত্রিকাকে বলেন, দুটি লরি ট্রাক ও তেলভর্তি দেড় শতাধিক ড্রামসহ মবিল, ব্যাটারি পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত সিকদার বলেন, মবিল, পেট্রলসহ দাহ্য পদার্থ যথাযথ আইন ও নিয়ম মেনে মজুত করলে এমন দুর্ঘটনা দেখতে হতো না। এ বিষয়ে তিনি আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। 

সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, এগুলো তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন