হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে সড়ক ভেঙে ৮ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

  বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে বর্ষার শুরুতেই সড়ক ভেঙে প্রায় ৮টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কপথের যাতায়াত। ফলে চরম দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ। 

গতকাল শনিবার বিকেলে বাসাইল উপজেলার আন্ধিরাপাড়া-বালিনা সড়কের বালিনা উত্তরপাড়া এলাকায় সড়কটি ভেঙে যায়। 

স্থানীয়রা জানান, গত দুই দিনে ঝিনাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আন্ধিরাপাড়া-বালিনা সড়কের বালিনা উত্তরপাড়া এলাকার সড়কটির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরে পানির প্রবল স্রোতের কারণে সড়কটি ভেঙে যায়। এ ছাড়াও আজ রোববার সকালে আন্ধিরাপাড়ায় আরও তিনটি স্থানে সড়ক ভেঙে যায়। দুই দিনে প্রবল বেগে পানি প্রবেশ করে উপজেলার বালিনা, আন্ধিরাপাড়া, আদাজান, কাঞ্চনপুর, কোদালিয়াপাড়াসহ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সড়ক দিয়ে যাতায়াতও বন্ধ রয়েছে। ফলে যাতায়াতে কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিকল্প হিসেবে মানুষ নৌকা দিয়ে যাতায়াত করছেন। 

উপজেলার বালিনা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সোলাইমান বলেন, এ সড়কটির চারটি জায়গায় ভেঙে গেছে। এ কারণে যাতায়াত বন্ধ রয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। 

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, সড়কটির চারটি জায়গায় ভেঙে গেছে। সড়ক দিয়ে ঝিনাই নদীর পানি প্রবেশ করে বালিনা, আদাজান, ভোরপাড়া, আন্ধিরাপাড়া, কাঞ্চনপুরসহ ৮টি গ্রামের নিম্নাঞ্চল ডুবে গেছে। এখন নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন