হোম > সারা দেশ > টাঙ্গাইল

সংবাদ প্রকাশের পর বড়চওনা-কালিহাতী সড়কের ভাঙা অংশ মেরামত

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে বড়চওনা-কালিহাতী সড়কের হামিদপুর চৌরাস্তা বাজারের পাশে ভাঙা অংশটুকু মেরামত করা হয়েছে। বৃষ্টির পানির স্রোতে কয়েক দিন আগে এই স্থানে ধস দেখা দেয়। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

এ নিয়ে গত ২৯ আগস্ট রোববার আজকের পত্রিকার ৭-এর পাতায় 'টানা বৃষ্টিতে সড়কে ভাঙন, দুর্ভোগ' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি জেলা-উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ওই দিন বিকেলেই ভাঙা অংশটুকু সাময়িক মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়। বর্তমানে ওই সড়ক দিয়ে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। 
 
স্থানীয় দেলোয়ার হোসেন জানান, সড়কের ধসে যাওয়া অংশে ইট বালি দিয়ে সাময়িক মেরামত করা হয়েছে। এই সড়কে চলাচলকারীরা খুব বিপাকে পড়েছিল। দ্রুত চলাচলের উপযোগী করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

এলজিইডির উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান জানান, ওই সড়কটি ভাঙনের সংবাদ পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা নির্বাহী প্রকৌশলী স্যারকে জানানো হয়। পরে অল্প সময়ের মধ্যেই সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। ওই সড়কে এখন স্বাভাবিক যান চলাচল করছে।

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা