টাঙ্গাইল (মির্জাপুর): দ্বিতীয় ডোজের কোভিড টিকা গ্রহণের ৪২ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানান, কয়েক দিন ধরে তিনি ঠান্ডা ও সর্দিজ্বরে ভুগছিলেন। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
জুবায়ের হোসেন জানান, গত ৭ ফেব্রুয়ারি মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি প্রথম ডোজের কোভিড টিকা গ্রহণ করেন। এর দুই মাস পর গত ১১ এপ্রিল তিনি দ্বিতীয় ডোজের কোভিড টিকা নেন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের ৪২ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, টিকা গ্রহণ করলেই করোনা আক্রান্ত হবে না– এর কোনো গ্যারান্টি নেই। তবে আক্রান্ত ব্যক্তির ক্ষতির পরিমাণ কম হবে বলে তিনি জানিয়েছেন।