হোম > সারা দেশ > টাঙ্গাইল

বিএনপি সংসদে এল নাকি থাকল, তাতে কিছু যায় আসে না: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি। 

টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। 

এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না, তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’ 

মন্ত্রী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগপর্যন্ত তারা নির্বাচনে ছিল না, এটা দুঃখজনক। আমরা সব সময় বলি সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার। কিন্তু কেউ যদি না থাকে, সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ওয়ার্কার্স পার্টি রয়েছে। বিরোধী দল তো বিএনপি না। বিরোধী দলের নেতা হচ্ছেন রওশন এরশাদ এবং উপনেতা হলেন জি এম কাদের। অতএব আমি মনে করি না, এই সাতজন সংসদ সদস্য না থাকলে সমস্যা হবে।’ 

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি ৮ থেকে ১০ বছর এই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা—তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীনই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চাইল, না চাইল, সেই অনুযায়ী চলবে না।’ 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অনেকে। 

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু