হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে জমির আইলে পড়ে ছিল প্রবাসীর লাশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফিরোজ মিয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে জমির আইল থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় তাঁর লাশটি পাওয়া যায়। ফিরোজের মাথায় রক্তাক্ত আঘাত ছিল।

ফিরোজ মিয়া তরফপুর গ্রামের মাটিয়াঘাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে তিনি দেশে আসেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ফিরোজের লাশ বাড়ির পাশের ধানি জমির আইলের ওপর পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল ১০টার দিকে থানার পুলিশ গিয়ে ফিরোজের লাশ উদ্ধার করে। ফিরোজের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন দাবি করেন, ফিরোজ মিয়ার সঙ্গে ওই এলাকার আরেক প্রবাসীর স্ত্রীর সম্পর্ক রয়েছে। এর জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল