হোম > সারা দেশ > টাঙ্গাইল

নববধূকে ধর্ষণের মামলা, ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ

টাঙ্গাইল প্রতিনিধি

নববধূকে ধর্ষণের মামলার আসামি টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান সাকিব মিয়ার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী জিনিয়া বখ্শ জানান, ধর্ষণের শিকার ওই নববধূ গত ১৬ মে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রলীগ নেতা সাকিব (২৪) এবং তাঁর দুই সহযোগী সাইদুল মিয়া (৩০) ও সাহেদের (২৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালত মামলাটি লিপিবদ্ধ করার জন্য বাসাইল থানাকে নির্দেশ দেন। 

মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেন, গত ১৪ মে দিবাগত রাতে বাসাইল দক্ষিণপাড়া গ্রামের সাকিব মিয়া তাঁর দুই বন্ধু সাইদুল ও সাহেদকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে যান। তাঁরা তাঁর স্বামীকে ডেকে তোলেন। অসুস্থ রোগী দেখতে যাবেন বলে স্বামীর কাছে তাঁরা মোটরসাইকেল চান। মোটরসাইকেলটি একটু দূরে নিয়ে যাওয়ার পর নববধূর স্বামীকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে স্বামীকে ডেকে মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিতে বলেন। স্বামী স্টার্ট দেওয়ার জন্য বাইরে আসলে সাকিব ঘরে ঢুকে গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। 

মামলা দায়েরের পর সাকিব মিয়া গত ২১ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। পরে আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হন। 

অপর দুই আসামি সাইদুল মিয়া ও সাহেদ গত ২৯ মে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। পরে তাঁরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়। তারা পর জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ২৩ জুলাই জামিন পান।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন