হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে ভাগনের ছুরিকাঘাতে মামা খুন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে ভাগনের ছুরিকাঘাতে আব্দুল জলিল (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ক্যারম খেলা নিয়ে পুরোনো দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। গতকাল শনিবার ইফতারের আগমুহূর্তে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা বাজারে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে ক্যারম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সঙ্গে তাঁদের মামা আব্দুল জলিলের বিরোধ বাদে। এই ঘটনার জের ধরে হাতাহাতি থেকে মারামারি হয়। এ সময় ভাগনে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি আপস মীমাংসার জন্য আলোচনা চলছিল।

গতকাল শনিবার ইফতারের পূর্বমুহূর্তে আব্দুল জলিল হরিণধরা বাজারে মোটরসাইকেলে পেট্রল নিচ্ছিলেন। এ সময় তাঁর দুই ভাগনে শিহাব ও নোমান তাঁর ওপর হামলা চালায়। তাঁদের ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন আজকের পত্রিকাকে বলেন, আব্দুল জলিল খুনের ঘটনায় তাঁর ভাই খলিলুর রহমান বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন