হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ ২ জন নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় বিদ্যুৎচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও অন্তত পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের শফিউদ্দিনের ছেলে অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন (৩৫) ও গোড়াই ইউনিয়নের দেওহাটা বাকালীপাড়ার রতন বাকালীর ছেলে সুশান্ত বাকালী (৩৩)। সুশান্ত বাকালী গোড়াই কমফিট কম্পোজিট নিট কারখানায় কাজ করতেন।

অহত ব্যক্তিরা হলেন দিঘলিয়া গ্রামের শওকত হোসেন (৪৫), তাঁর স্ত্রী লাকি বেগম (৩৫) ও ৯ বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং বগুড়ার সারিয়াকান্দি এলাকার আমিনুল ইসলাম (৩২)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত দুজনকে জেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

শিশু মরিয়ম ছাড়া সবাই গোড়াই এলাকার কমফিট কম্পোজিট নিট কারখানায় কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে কারখানায় কাজ শেষে বিদ্যুৎচালিত অটোরিকশাযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। গোড়াই নাজিরপাড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা মাটিভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই অটোচালক তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে সুশান্ত বাকালীর মৃত্যু হয়। আহত পাঁচজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত শওকত হোসেন, তাঁর স্ত্রী ও মেয়েকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন মারা গেছেন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন