হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ভ্যানে ধাক্কা দিয়ে বাস রেললাইনে, ট্রেন চলাচল বন্ধ ২ ঘণ্টা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বাস মহাসড়কের পাশের রেললাইনের ওপর উঠে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মহাসড়কের কামাক্খা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনের ওপর গিয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বাসটি রেললাইন থেকে অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া রেললাইনে ওঠা বাসটি সরানো হয়েছে।

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা