হোম > সারা দেশ > টাঙ্গাইল

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ দাখিল পরীক্ষার্থীর মৃত্যু 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল খান (১৭) ও নাইম খান (১৭) নামের দুই দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রানা নামের আরেক কলেজ শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাত ৮টায় উপজেলার ছনখোলা-আলোকদিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম খান (১৭) উপজেলার এগারকাহনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে এবং শাকিল খান (১৭) একই গ্রামের আ. ছাত্তার খানের ছেলে। তারা দুজনই মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে। গুরুতর আহত রানা (১৮) একই গ্রামের সুলতান খানের ছেলে এবং স্থানীয় একটি কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিল, নাইম ও রানা তিন বন্ধু গতকাল শুক্রবার রাত অনুমান ৮টার দিকে ঘাটাইল উপজেলার ছনখোলা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। তাদের বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেলটি আমুয়াবাইদ নামের একটি জায়গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে তারা সড়কে পড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল খান ও নাইম খানের মৃত্যু। এ সময় রানাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, এ ব্যাপারে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু