হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে চলছে নির্বিচারে ব্যাঙ নিধন

প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল): দেশের বিভিন্ন অঞ্চলে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। পুরোপুরি বর্ষা মৌসুম আসতে যদিও অনেক দেরি। তবু গ্রীষ্মের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে মানুষ। টাঙ্গাইলের মধুপুরও এর বাইরে নয়। আর বৃষ্টির সঙ্গে রয়েছে ব্যাঙের যোগ। প্রকৃতির নিয়মেই এটি তাদের প্রজনন মৌসুম। মুশকিল হচ্ছে বৃষ্টির সুবাস পেয়ে প্রজননের চাহিদায় প্রকাশ্যে এসেই মারা পড়ছে অসংখ্য ব্যাঙ। স্থানীয় মানুষের খাদ্যতালিকায় ব্যাং থাকায় টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলের বাইদগুলোতে (নিচু এলাকায়) এ ঘটনা ঘটছে।

মধুপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত শতাধিক পুকুর, অর্ধডজন খাল ও বাইদ রয়েছে। এই জলাশয়গুলোতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙের আনাগোনা বাড়ে। এটা তাদের প্রজনন মৌসুম। বর্ষায় তারা ডিম ছাড়বে প্রজাতি রক্ষার স্বার্থে। প্রজননের প্রয়োজনে বর্ষা মৌসুমে তারা ডাঙায় চলে আসে। এই সুযোগে কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকারে নামে।

পীরগাছা রাবার বাগান এলাকাসহ তার আশপাশের নামা এলাকায় ঘ্যাঙড় ঘ্যাঙ ডাক শুনেই ব্যাঙ ধরার জন্য ছুটে চলে শিকারিরা। সমস্যা হচ্ছে তারা শিকারের নিয়মটিও মানছেন না। সচেতনতার অভাবেই প্রজনন মৌসুমে ব্যাঙের প্রাচুর্য দেখে তারা যেনতেনভাবে শিকার করছেন। শুধু দুটি পা সংগ্রহ করে বাকি অংশ ফেলে দিচ্ছেন তারা।

ফুলবাগচালা ইউনিয়নের বাসিন্দা এনামুল হক বলেন, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই নিম্নাঞ্চলগুলোতে ব্যাঙের ডাকে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। আর কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকার করছে। তারা ব্যাঙগুলো শিকারের পর শুধু দুটি পা রেখে বাকি শরীর ফেলে দিচ্ছে।

মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ব্যাঙ একটি উপকারী প্রাণি। অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে তারা ফসলের উপকার করে। এভাবে নির্বিচারে ব্যাঙ নিধন ঠিক নয়। এক্ষেত্রে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু