হোম > সারা দেশ > টাঙ্গাইল

রক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ক্লিনিক মালিককে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে রক্ত পরীক্ষা করতে অতিরিক্ত ফি নেওয়ায় এক ক্লিনিক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর এক ক্লিনিক মালিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ওষুধ কোম্পানির তিনজন প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সূচী রানী সাহা। 

সূচী রানী সাহা জানান, জামুর্কীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের নানাভাবে প্রলোভন দেখিয়ে দালাল চক্রের সদস্যরা পাশের বিভিন্ন ক্লিনিকে ভাগিয়ে নিচ্ছে। এমন অভিযোগে আজ দুপুরে হাসপাতাল চত্বরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন দালালকে আটক করা হয়। আটকের খবর জানতে পেয়ে পাশের আলতাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক আলতাব হোসেন (৬২) তাদেরকে সেখান থেকে সটকে পড়ার ইঙ্গিত দেন। বিষয়টি নজরে আসলে আলতাব হোসেনকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এদিকে রক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার কারণে একই এলাকার তাজ ক্লিনিকের মালিক আশিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অসময়ে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করায় ওষুধ কোম্পানির তিনজন প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুচী রানী সাহা।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু