হোম > সারা দেশ > টাঙ্গাইল

গণভবনে যেতে পারা-না পারা নিয়ে কাদের সিদ্দিকী-জয়ের পাল্টাপাল্টি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

‘আমি ইচ্ছা করলেই ফুড়ুৎ কইরা গণভবনে যাইতে পারি, কিন্তু বঙ্গবীর চাইলেও তা পারেন না।’ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় এই মন্তব্য করেছেন। গতকাল সোমবার রাতে সখীপুর উপজেলার বানিয়ারছিট এলাকায় এক সভায় তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনুপম শাহজাহান জয়কে উদ্দেশ করে বলেন, ‘জয় বাবা, তুমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারো নাই।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার অনুপম শাহজাহান জয় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন। এ সময় সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার জয়ের সফরসঙ্গী ছিলেন। এই ছবি ফেসবুকে দেখার পর হঠাৎ ঝিমিয়ে পড়া আওয়ামী লীগের প্রচারে নতুন করে গতি পায়। নেতা-কর্মী ও সমর্থকেরা বেশ উজ্জীবিত হয়।

এদিকে গতকাল সোমবার বিকেলে সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘জয় নাকি প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করেছে। আমি তো ইচ্ছা করলে এখনই পারি। কিন্তু একটা কথা বলি, জয় বাবা, তুমি দেখা করতে পারো নাই। এখন তোমার সঙ্গে দেখা করার মতো সময় প্রধানমন্ত্রীর নাই।’

এ মন্তব্যের জবাবে সোমবার রাতে সখীপুর উপজেলার বানিয়ারছিট এলাকায় নির্বাচনী পথসভায় কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে অনুপম শাহজাহান জয় বলেন, ‘বঙ্গবীর প্রধানমন্ত্রীকে বোন বলে সম্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবাকেও (প্রয়াত সংসদ সদস্য শওকত মমেন শাহজাহান) ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। সেই হিসেবে আমি প্রধানমন্ত্রীর ভাতিজা। ভাতিজারা ইচ্ছা করলেই ফুড়ুৎ কইরা গণভবনে যেতে পারে, কিন্তু ভাইয়েরা পারে না।’

এ সময় কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে জয় আরও বলেন, ‘আপনি অনেক দিন গণভবনে ঢুকতে চেয়েছেন, কিন্তু আপনাকে ঢুকতে দেয়নি।’

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

পেটের ভেতর ৩৯৪৩ ইয়াবা