হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে আগুন 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাসের হেলপার বাবলু মিয়া বলেন, ‘বাসটি নিয়ে টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত ক‌রি। গার্মেন্টসের কর্মী নামিয়ে এটিকে নাটিয়াপাড়ায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখে ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পরে দেখি বাসের পেছনে আগুন। আশপাশে থাকা মানুষদের ডাক দিই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, ‘সংবাদ পাওয়ার ১৫ মিনিটের মধ্যে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসে শুধু হেলপার ছিল। সে আগুন দেখেই বের হয়ে আসে। তাই কোনো হতাহত নেই। বাসের ভেতরে অনেকাংশই পুড়ে গেছে।’

দেলদুয়ার থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে বাসের ভেতরে হেলপার ঘুমাচ্ছিল। সে পেছনে হঠাৎ আগুন দেখতে পায়। বাইরে বের হয়ে এসে সবাইকে ডাক দেয়। পরে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এটা যে নাশকতা, তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে।’

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন