হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে উপজেলার কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের কামার্থী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বীর বাসিন্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন (২৮) এবং একই গ্রামের আরফান আলীর ছেলে মো. আসাদুজ্জামান (২০)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কের চারান এলাকা থেকে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল একটি প্রাইভেট কার। পথিমধ্যে কামার্থী নামক স্থানে মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে ওভারটেক করার সময় প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জাকির হোসেনের নিহত হন। আহত আসাদুজ্জামানকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন