হোম > সারা দেশ > টাঙ্গাইল

আগুনে পুড়ে ৬ পরিবারের সব শেষ 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে গোড়াই শিল্পাঞ্চলের ছয়টি পরিবারের সব পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিণ নাজিরপাড়া আব্দুল মজিদ সিকদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রত্যেকেই গোড়াই শিল্পাঞ্চলের কারখানার শ্রমিক বলে জানা গেছে। 

বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়িতে ভাড়া থাকা ছয় পরিবারের নগদ অর্থসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারে ১০ বান্ডিল ঢেউটিন অনুদান ঘোষণা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালে মাসুদ করিম সেখানে উপস্থিত ছিলেন। 

গোড়াই ইউনিয়ন পরিষদের মেম্বার আদিল খান জানান, গোড়াই শিল্পঞ্চলের কারখানার শ্রমিক আলমগীর হোসেন, আলম মিয়া, জীবন মিয়া, রাসেল, ফারুক ও রহিম মিয়া পরিবার নিয়ে আব্দুল মজিদের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। 

আশপাশের লোকজন এগিয়ে এসে আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ছয় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এদিকে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি যথাসময়ে ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। 

বাড়ির মালিক আব্দুল মজিদ জানান, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ঘরের মালামালসহ সর্বস্ব পুড়ে যায়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা যথাসময়ে না আসায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে। 

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।’ 

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু