হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে হাত-পা-মুখ বাঁধা সেই লাশের পরিচয় মিলেছে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম আমিনুল ইসলাম (৩৮)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। আমিনুল উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে। 

আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক। গতকাল রোববার রাতে ফেসবুকের মাধ্যমে জানতে পেরে থানায় গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেছেন আবদুল জলিল মিয়া। 

নিহতের বাবা আবদুল জলিল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমিনুল প্রায় দুই বছর ধরে অটোরিকশা চালায়। শনিবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। রোববার সারা দিন খোঁজাখুঁজির পর ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে থানায় যাই। সেখানে ছেলের লাশ দেখতে পাই।’ 

তিনি আরও বলেন, ‘ছিনতাইকারীরা আমার ছেলেকে হাত-পা বেঁধে খুন করে অটোরিকশাটি নিয়ে গেছে। আমার ছেলের হাত-পা ও মুখ যে কাপড় দিয়ে বাঁধা ছিল, ওইগুলো আমার নাতনির (আমিনুলের মেয়ে) পুরোনো ওড়নার কাপড়। অটোরিকশা পরিষ্কারের জন্য ওইগুলা গাড়িতেই রাখা ছিল।’ 

এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারী ওই চক্রটিকে ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। 

উল্লেখ্য, গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বেলতলী এলাকায় বনের ভেতর দিয়ে যাওয়া সড়কের পাশ থেকে পুলিশ আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক কেউ ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে লাশের হাত-পা ও মুখ ওড়নার কাপড় দিয়ে বেঁধে রাখা ছিল।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন