হোম > সারা দেশ > টাঙ্গাইল

আবদার করে চাচার ট্রাক্টরে বসে লাশ হয়ে ফিরল শিশু

টাঙ্গাইল প্রতিনিধি

এগারো বছরের ভাতিজার আবদার পূরণ করতে নিজের ট্রাক্টরে বসান চাচা। অজান্তেই নিচে পড়ে ট্রাক্টরের ফলায় মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় ভাতিজা। চাচা আলহাজ জমির অপর প্রান্ত ঘুরে আসার সময় মানুষের শরীরের টুকরো দেখে ট্রাক্টর থামিয়ে দেখেন ভাতিজার শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। 

আজ রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইমন। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পৌরশহরের বিপ্রবাড়ী গ্রামের আলহাজ মিয়া ট্রাক্টর দিয়ে জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন। তিনি ভাড়া করা ট্রাক্টর নিয়ে প্রতিদিন বিভিন্ন গ্রামের কৃষকদের জমি চাষ করে দেন। ভাতিজা ইমনের আবদার মেটাতে রোববার দুপুরে চাপাইদ গ্রামে ভূমি চাষ করার পদ্ধতি দেখাতে নিয়ে যান। ট্রাক্টরের পেছনে ভাতিজা ইমনকে বসিয়ে ভূমি কর্ষণের সময় চাচা আলহাজের অজান্তেই ট্রাক্টর থেকে পড়ে যায় ইমন। শিশু ইমন ট্রাক্টরের পেছনে ফলা বরাবর পড়ে মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায়। চাচা আলহাজ জমির অপর প্রান্ত ঘুরে আসার সময় মানুষের শরীরের টুকরো দেখে ট্রাক্টর থামিয়ে দেখেন ভাতিজা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, এ ব্যাপারে মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত শিশু ইমনের বাবা-মার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন