টাঙ্গাইলের মির্জাপুরে নারায়ণ কর্মকার (৭৫) নামে এক বৃদ্ধ পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।
আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পৌর সদরের বাবু বাজার এলাকায় রামকৃষ্ণ মিশন পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারায়ণ কর্মকার পৌর সদরের সরিষাদাইড় গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, নারায়ণ কর্মকার সকলের অজান্তে বিকেল সাড়ে তিনটার দিকে রামকৃষ্ণ মিশন পুকুর ঘাটে গোসল করতে যায়। গোসলের সময় পুকুরের পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাঁকে দেখতে না পেয়ে এদিকে ওদিক খোঁজাখুজি করতে থাকে। পরে জানতে পারে বৃদ্ধ পুকুর ঘাটে গোসল করতে গিয়েছিল।
এ সময় টাঙ্গাইল সিভিল ডিফেন্স অফিসে খবর দেওয়া হয়। রাত আটটার দিকে সিভিল ডিফেন্সের সদস্যরা এসে খোঁজাখুজির পর পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল সিভিল ডিফেন্স অফিসের ডুবুরি দলের প্রধান আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।