হোম > সারা দেশ > টাঙ্গাইল

মা-বাবার সামনে ট্রাকের চাকায় পিষ্ট শিশু সাফওয়ান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সোয়াদ আল সাফওয়ান। ছবি: সংগৃহীত

মা সড়ক পার হয়ে গেছেন, বাবা অটোরিকশার ভাড়া পরিশোধে ব্যস্ত। এ ফাঁকে সাড়ে পাঁচ বছরের শিশু সোয়াদ আল সাফওয়ান অটোরিকশা থেকে নেমে সড়ক পার হয়ে মায়ের কাছে ছুটে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ট্রাকের চাকায় পিষ্ট হয় সে।

আজ শুক্রবার বেলা ১টার দিকে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার মাসুম শিকদার ও মিতু আক্তার দম্পতির ছেলে।

ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ও স্বজনদের সূত্রে জানা গেছে, চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখীপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। চোখের সামনে এভাবে একমাত্র সন্তানকে হারাতে দেখে মিতু সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান। অন্যদিকে মাসুম বাক্‌রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।

সাফওয়ানের চাচা নাসির সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুম-মিতুর সুখের সংসার ছিল। একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিয়ে গেল। মা-বাবার সামনে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমরা আটক করতে সক্ষম হয়েছি। এটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।’

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু