ঈদের ছুটি শেষে রাজশাহী সিল্ক সিটি ট্রেনে করে সন্তানদের নিয়ে ঢাকায় ফিরছিলেন অন্তঃসত্ত্বা পারুল আক্তার। ট্রেন টাঙ্গাইলে পৌঁছালে প্রসব বেদনা শুরু হয় তাঁর। তিনি বিচলিত হয়ে পড়েন। তাঁর সন্তানেরা ছোটাছুটি করতে থাকে। পাশের সিটেই বসা ছিলেন দাউদকান্দির অ্যাপোলো প্লাস হাসপাতালের নার্স আলিফা সুলতানা সীমা। তাঁর প্রচেষ্টায় চলন্ত ট্রেনেই ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন পারুল।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পারুল আক্তার চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ীতে তাঁর আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকেই ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন।
সীমা বলেন, ‘অন্তঃসত্ত্বা ওই নারী আমাকে বলেছেন, ‘‘আমি খুবই খুশি। আমার মনে হচ্ছে আল্লাহ আপনাকে পাঠিয়েছে’’।’
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন থেকে পারুল ও তাঁর বাচ্চাকে নামানোর পরে রেলওয়ের কর্মকর্তারা বাচ্চাটির দুটি নাম প্রস্তাব করেছেন। একটি সিল্ক আর অন্যটি রাজ। সিল্কসিটি ট্রেনের নাম অনুসারেই এই নাম প্রস্তাব করেছেন তাঁরা।