হোম > সারা দেশ > টাঙ্গাইল

আবদার করে চাচার ট্রাক্টরে বসে লাশ হয়ে ফিরল শিশু

টাঙ্গাইল প্রতিনিধি

এগারো বছরের ভাতিজার আবদার পূরণ করতে নিজের ট্রাক্টরে বসান চাচা। অজান্তেই নিচে পড়ে ট্রাক্টরের ফলায় মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় ভাতিজা। চাচা আলহাজ জমির অপর প্রান্ত ঘুরে আসার সময় মানুষের শরীরের টুকরো দেখে ট্রাক্টর থামিয়ে দেখেন ভাতিজার শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। 

আজ রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইমন। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পৌরশহরের বিপ্রবাড়ী গ্রামের আলহাজ মিয়া ট্রাক্টর দিয়ে জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন। তিনি ভাড়া করা ট্রাক্টর নিয়ে প্রতিদিন বিভিন্ন গ্রামের কৃষকদের জমি চাষ করে দেন। ভাতিজা ইমনের আবদার মেটাতে রোববার দুপুরে চাপাইদ গ্রামে ভূমি চাষ করার পদ্ধতি দেখাতে নিয়ে যান। ট্রাক্টরের পেছনে ভাতিজা ইমনকে বসিয়ে ভূমি কর্ষণের সময় চাচা আলহাজের অজান্তেই ট্রাক্টর থেকে পড়ে যায় ইমন। শিশু ইমন ট্রাক্টরের পেছনে ফলা বরাবর পড়ে মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায়। চাচা আলহাজ জমির অপর প্রান্ত ঘুরে আসার সময় মানুষের শরীরের টুকরো দেখে ট্রাক্টর থামিয়ে দেখেন ভাতিজা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, এ ব্যাপারে মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত শিশু ইমনের বাবা-মার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল