হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে সন্তানদের সামনে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

গ্রেপ্তার মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে। র‍্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকালে পারিবারিক কলহের জেরে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় দুই সন্তানের সামনেই স্ত্রী কাকলি আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে মেহেদী হাসান পালিয়ে যান। বিকেলে কাকলির ভাই বাদল মিয়া বাদী হয়ে মেহেদীর বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন। অভিযুক্ত মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করেছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ