হোম > সারা দেশ > টাঙ্গাইল

প্রাইভেটকার নিয়ে ১১ বছরের শিশু উধাও

প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল): ঘাটাইল উপজেলার সাগরদিঘি গ্রামে প্রাইভেটকারসহ শিশির (১১) নামে এক শিশু তিন দিন ধরে নিখোঁজ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রাইভেটকারের মালিক ববিন সরকার এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ববিন সরকার জানান, প্রাইভেটকারটি তার নিজ গ্রাম সাগরদিঘির মজিবর রহমান চালান। মজিবরের তত্ত্বাবধানে গাড়িটি ভাড়ায় পরিচালিত হতো। ভাড়া না থাকলে গাড়িটি মজিবরের গ্যারেজেই থাকে। গত ২০ মে রাত ১০টার দিকে মজিবরের ছেলে শিশির কাউকে না জানিয়ে গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না।

প্রাইভেটকার চালক মজিবর বলেন, শিশির প্রাইভেটকার চালাতে পারে। বিভিন্ন সময় সে গাড়ি চালিয়ে পাশের গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে গেছে এবং ফিরে এসেছে। তবে সে সাধারণত না বলে কোথাও যায় না। এ কারণে ব্যাপারটি রহস্যজনক বলে মনে হচ্ছে। শিশিরের কাছে সেলফোন না থাকায় প্রযুক্তির সহায়তাও নেওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে ঘাটাইল থানার সাগরদিঘি তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জাকির হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। দায়ের করা অভিযোগ এখনো হাতে পাইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু