হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলমের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। আজ সোমবার ভোরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম আজকের পত্রিকাকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহবুব আলম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বসুবাড়ি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন।

আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি। তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোর ৬টার দিকে মাহবুব আলম তাঁর এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে ভূঞাপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। আহত আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা