হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার সরাতৈল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে উত্তরবঙ্গ ও ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব্যবহার না করে এলেঙ্গা-ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়ক ব্যবহার করে। তবে দুর্ঘটনার পরই ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। গাড়ি দুটি সড়ক থেকে সরানোর পর মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক লিটন মিয়া বলেন, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ট্রাকের চালক মারা যায়। এ ছাড়া কাভার্ড ভ্যানের চালকসহ দুজন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ট্রাকচালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

পেটের ভেতর ৩৯৪৩ ইয়াবা