টাঙ্গাইলের সখীপুরে অসহায় দুস্থদের মাঝে ঢেউটিন ও ঘর নির্মাণের খরচ বাবদ চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম উপজেলার ৯৯ জন উপকারভোগীর হাতে ঢেউটিন ও চেক তুলে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত উপজেলার বিভিন্ন গ্রামের ৯৯ জন উপকারভোগীর মাঝে ১০৫ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারির সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।