হোম > সারা দেশ > টাঙ্গাইল

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু রেললাইনের মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই নারী রেললাইন দিয়ে হেঁটে রশিদ দেওহাটা গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা ওয়াজ উদ্দিন ও নাসির মিয়া জানান, সকালে রেললাইন দিয়ে হাঁটছিলেন তাঁরা। ওই নারীকেও রেললাইন ধরে হাটতে দেখেন। তাঁর পরনে একটি ময়লাযুক্ত প্যান্ট ও টি-শার্ট ছিল। দেখে মনে হয়েছে মানসিকভাবে অপ্রকৃতিস্থ।

ওই দুই প্রত্যক্ষদর্শী জানান, ‘আমরা তাঁকে ছাড়িয়ে আনুমানিক দেড় শ গজ সামনে যেতেই পেছন থেকে দ্রুতগতির ট্রেন আসতে থাকে। আমরাসহ অন্যরা ট্রেন লাইন থেকে নিচে দাঁড়ালেও দূরে থাকা ওই নারী অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকেন। এ সময় দ্রুতগতির ওই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’

মির্জাপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। রেল পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যাবে।

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন