হোম > সারা দেশ > টাঙ্গাইল

২ সন্তানের জননীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইলর)

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই সন্তানের জননীকে (২৬)  বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক সেলিম মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে। 

সেলিম মিয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামের ছলিম উদ্দিন ওরফে সুমো’র ছেলে। সে এক সন্তানের জনক। ভুক্তভোগী নারী একই ইউনিয়নের। 
 
ভুক্তভোগী নারী বলেন, তিন বছর আগে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। তারপর থেকে আমি আমার দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করি। আত্মীয়র পরিচয়ে আমার সঙ্গে সেলিমের পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের কারণে সেলিম আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। একপর্যায়ে সে আমাকে ধর্ষণ করে। পরে সেলিমকে বিয়ের কথা বললে আমার সঙ্গে টালবাহানা শুরু করে। আমি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। 

পুলিশ জানায়, অভিযুক্ত ধর্ষক সেলিম মিয়াকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। ওই ভুক্তভোগী নারীকে তার শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ওই ভুক্তভোগী নারী অভিযুক্ত সেলিম মিয়ার বিরুদ্ধে ধনবাড়ী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। গতকাল বুধবার রাতে মামলার রেকর্ড করা হয়। 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।  

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন