হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেলচালকের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে আশিক (১৮) নামের এক মোটরসাইকেলচালক মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দামিয়াপাড়া-বানিয়ারছিট সড়কের আড়াইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশিক কালিয়া ইউনিয়নের দামিয়াপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। 

আশিকের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক ও তাঁর মামা সাব্বির হোসেন (২২) মোটরসাইকেলে করে দামিয়া বাজার থেকে বানিয়ারছিটের দিকে যাচ্ছিলেন। পথে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে অপর একটি মোটরসাইকেলের এক আরোহী পড়ে যান। এতে ভয় পেয়ে আশিক দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে শুরু করেন। একপর্যায়ে আড়াইপাড়া এলাকায় তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আশিক ও তাঁর মামা সাব্বির গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই আশিকের মৃত্যু হয়। আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাসান তানজিম আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আশিক মারা গেছেন। আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা