হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে পুলিশসহ আহত ৯

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সংঘর্ষে শিক্ষার্থী, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করে। গুরুতর আহত এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে টাঙ্গাইল পাঠানো হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে এসে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ফোয়ারা চত্বরে বিক্ষোভ মিছিল করে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-সখীপুর সড়ক অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করে। পরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ শেষে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান। 

পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ফোয়ারা চত্বরে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়ে মারে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। 

সাকিব নামের আন্দোলনকারী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের হামলায় আমাদের তিনজন আহত হয়েছেন। তবে আমরা কেউ হাসপাতালে চিকিৎসা নিইনি।’ 

এ ছাড়া সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম (৩৫), সাবেক ছাত্রলীগ নেতা সাগর ইসলাম সিজার (৩০) ও পৌর কাউন্সিলর বাদল হোসেন বাদু আহত হয়েছেন। 

তিন পুলিশ সদস্য সামান্য আহত হওয়ার কথা স্বীকার করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা