হোম > সারা দেশ > টাঙ্গাইল

কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামব: মৎস্য উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি 

পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের সম্মেলনে মৎস্য উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘কীটনাশকের প্রচারণা দেখে ভালো কিছু মনে হলেও এটি আসলে বিষ। বিষকে কীভাবে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি। এই কীটনাশক বন্ধ করতে হলে প্রয়োজনে রাস্তায় নামব।’

আজ শনিবার টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বিষ দিয়ে মাছও ধরা হচ্ছে। গরু-ছাগল ঘাস খেতে পারছে না। সেখানে আগাছানাশক ছিটিয়ে দিয়ে ঘাস মেরে ফেলে তা বিষাক্ত করা হচ্ছে। এ বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর দেশ, সমৃদ্ধিশালী দেশ। আমরা চাইলে এ দেশকে আরও সুখী-সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আসপাডা পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ প্রমুখ।

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩