টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ আলী (৬২) নামে এক সদস্য পদপ্রার্থী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি মারা যান।
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ আলী ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
জানা গেছে, সকালে মোহাম্মদ আলী কামারপাড়া বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পথেই মারা যান। তিনি আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।