হোম > সারা দেশ > টাঙ্গাইল

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় ৫ দফা দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে পাঁচ দফা দাবি নিয়ে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ইমন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় ঘটনায় এ কর্মসূচি পালন করেন তাঁরা।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে টাঙ্গাইলের কাগমারী-চারাবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করেন তাঁরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গণিত বিভাগের অধ্যাপক মুছা মিয়া, ছাত্রলীগ নেতা মানিক শীল ও হুমায়ুন কবীর। শিক্ষার্থীদের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন মানিক শীল। দাবিগুলো হলো টাঙ্গাইল-নাগরপুর সড়কের কাগমারী মোড় ও বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে পুলিশ বক্স স্থাপন, গতিরোধক ও জেব্রা ক্রসিং নির্মাণ, অটোরিকশার চালকের বিচার, প্রধান ফটক থেকে দ্বিতীয় গেট পর্যন্ত হেঁটে চলাচলের জন্য ফুটপাত স্থাপন এবং বিশ্ববিদ্যালয় দীঘিসংলগ্ন দোকান অপসারণ।

সাত দিনের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে। এ ছাড়া অটোরিকশার চালকসহ দুর্ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গত বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে গণিত বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. ইমন সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন। 

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু