টাঙ্গাইলের মির্জাপুরে হলে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহের দায়ে আফিকুল ইসলাম নামে এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার সকালে মির্জাপুর উপজেলা সদরকেন্দ্রের মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ভেন্যুতে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত শিক্ষক আফিকুল ইসলাম হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
জানা গেছে, আজ সকালে ভেন্যুটিতে এসএসসি সাধারণ বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা চলছিল। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আফিকুল ইসলাম পরীক্ষার হলে নকল সরবরাহ করছিলেন। এ সময় ভেন্যুতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসারের হাতে তিনি ধরা পড়েন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল তাঁকে এক মাসের কারাদণ্ড দেন।