‘একটু একটু করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো। তাও যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমার আব্বা মাকে মাফ করে দিতে বইলো ভাই।’ ছোট ভাই মাহমুদের কাছে এই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন বড়ভাই আল আমিন (৪০)। আজ শনিবার বাদ আছর ময়নাতদন্ত শেষে আল আমিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার রাতে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মারা যান আল আমিন।
বড় ভাই আল আমিনের নিজের হাতে লেখা সুইসাইড নোটটি ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেছেন মাহমুদ। আল আমিন ও মাহমুদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল খানের ছেলে।
আল আমিনের চাচা আবুল খায়ের খান সুইসাইড নোটটি তার ভাতিজা আল আমিনের লেখা বলে স্বীকার করে বলেন, ‘দাম্পত্য জীবন নিয়ে আল আমিন খুব অসুখী ছিল।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘প্রাথমিকভাবে একে আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে।’