হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘একটু একটু করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো’ 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

‘একটু একটু করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো। তাও যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমার আব্বা মাকে মাফ করে দিতে বইলো ভাই।’ ছোট ভাই মাহমুদের কাছে এই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন বড়ভাই আল আমিন (৪০)। আজ শনিবার বাদ আছর ময়নাতদন্ত শেষে আল আমিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার রাতে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মারা যান আল আমিন। 

বড় ভাই আল আমিনের নিজের হাতে লেখা সুইসাইড নোটটি ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেছেন মাহমুদ। আল আমিন ও মাহমুদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল খানের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ বলছে, আল আমিন উপজেলার দেওপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে শিলাকে বিয়ে করেন। সম্প্রতি তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। আশরাফুল নামে তাঁদের দুই বছরের এক ছেলে রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর নিজ সন্তানকে কাছে রাখতে না পাওয়ার হতাশায় ভুগছিলেন তিনি। এ কারণে অবস্থায় বৃহস্পতিবার ভাইয়ের কাছে সুইসাইড নোট লিখে গতকাল শুক্রবার বিষপান করেন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতেই তাঁকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আল আমিনের। 

আল আমিনের চাচা আবুল খায়ের খান সুইসাইড নোটটি তার ভাতিজা আল আমিনের লেখা বলে স্বীকার করে বলেন, ‘দাম্পত্য জীবন নিয়ে আল আমিন খুব অসুখী ছিল।’ 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘প্রাথমিকভাবে একে আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে।’

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন