হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইসমাইল উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গ্রামের জরিপ শেখের ছেলে। সে তানিয়া খাতুন নুরানিয়া মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।

তার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে নিখোঁজ হয় ইসমাইল। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে আজ ভোর ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে আজ ভোর ৬টার দিকে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন।

এদিকে ইসমাইলের স্বজনেরা জানান, কয়েক বছর আগে ইসমাইলের বড় ভাই পারভেজ হোসেন ছয় বছর বয়সে পানিতে ডুবে মারা যায়। এবার দ্বিতীয় সন্তানকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। স্বজন ও পরিবারের লোকজনেরও আহাজারি থামছে না।

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ