ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কে বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে সড়কের আনালিয়া বাড়ি ও হাতিয়া এলাকায় যানবাহন বিকল হওয়া এবং গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে যাত্রী ও চালকেরা। গরু নিয়ে বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের হাতিয়া ও আনালিয়া বাড়ি এলাকায় গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। গাড়ি সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে।’ যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।