হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কে বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে সড়কের আনালিয়া বাড়ি ও হাতিয়া এলাকায় যানবাহন বিকল হওয়া এবং গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে যাত্রী ও চালকেরা। গরু নিয়ে বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা। 

সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া গরু ব্যবসায়ী বাবু বলেন, ‘রাত ৩টায় রওনা দিয়েছি। এখন পর্যন্ত গন্তব্যে যেতে পারলাম না। গরু বিক্রি করতে না পারলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে।’ 

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, ‘দিনাজপুর থেকে গতকাল দুপুরের পর রওনা দিয়েছি। কড্ডার মোড় থেকে যানজটে পড়েছি। গরমে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের হাতিয়া ও আনালিয়া বাড়ি এলাকায় গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। গাড়ি সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে।’ যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড