হোম > সারা দেশ > টাঙ্গাইল

কিলার গ্যাংয়ের চাঁদাবাজি: বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি 

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা চাওয়া সেই ‘কিলার গ্যাং’য়ের সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপির তিন নেতাও আছেন। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজের দাবি, এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে একটি চিঠি দেন অচেনা এক ব্যক্তি। গতকাল শুক্রবার সকালে সেই চিঠিটি আজাহারুল ইসলামকে দেন ওই কর্মচারী। চিঠিটিতে নিজেদের ‘কিলার গ্যাং হত্যাকারী দল’ নামের একটি সন্ত্রাসী সংগঠন বলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ব্যবসায়ীকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আজাহারুলসহ এলাকার ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

পেটের ভেতর ৩৯৪৩ ইয়াবা

প্রেমিক ব্যাংক কর্মকর্তাকে দেখা করতে ডেকে হত্যা, প্রেমিকা পলাতক, স্বামী কারাগারে

টাঙ্গাইল জেলহাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সখীপুরে বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৬ নেতার পদত্যাগ

নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে আলোচনায় বিএনপি নেতা আযম খান

ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইলে মনোনয়ন ঘিরে বিএনপির ২ গ্রুপে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৮