হোম > সারা দেশ > টাঙ্গাইল

কিলার গ্যাংয়ের চাঁদাবাজি: বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি 

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা চাওয়া সেই ‘কিলার গ্যাং’য়ের সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপির তিন নেতাও আছেন। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজের দাবি, এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে একটি চিঠি দেন অচেনা এক ব্যক্তি। গতকাল শুক্রবার সকালে সেই চিঠিটি আজাহারুল ইসলামকে দেন ওই কর্মচারী। চিঠিটিতে নিজেদের ‘কিলার গ্যাং হত্যাকারী দল’ নামের একটি সন্ত্রাসী সংগঠন বলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ব্যবসায়ীকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আজাহারুলসহ এলাকার ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন