হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে হেলিকপ্টার নিয়ে ছাত্রলীগ নেতার বিয়ে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে হেলিকপ্টার নিয়ে বিয়ে এটাই প্রথম। তাই উৎসুক মানুষের ভিড় জমে। আজ শুক্রবার বিকেলে হেলিকপ্টারে নববধূকে নিয়ে হাটুভাঙা বাজারের বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামেন বর আব্দুল্লাহ বিন সিয়াম। তিনি আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ড্যাফোডিল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের হাবিবুর রহমান হবির একমাত্র ছেলে আব্দুল্লাহ বিন সিয়ামের বিয়েকে স্মরণীয় করতে পরিবারের আগে থেকেই পরিকল্পনা ছিল। সে অনুযায়ী হেলিকপ্টারে করে নববধূকে বাড়িতে আনার সিদ্ধান্ত হয়। আজ (শুক্রবার) উপজেলা লতিফপুর গ্রামের আলমাস মাস্টারের একমাত্র মেয়ে আফরিন আক্তারের সঙ্গে সিয়াম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

বেলা আড়াইটার দিকে সিয়াম হেলিকপ্টারে করে কনের বাড়ি লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে নামেন। বিবাহ অনুষ্ঠান শেষে নববধূসহ হেলিকপ্টারটি হাটুভাঙা বাজারের বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করে। এ সময় এলাকার উৎসুক জনতা নববধূ এবং হেলিকপ্টার দেখতে সেখানে ভিড় জমান। 

এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক আজকের পত্রিকাকে বলেন, ‘একমাত্র ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে পরিবারের পক্ষ থেকে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়েছে।’ 

লতিফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হোসেন রনি আজকের পত্রিকাকে বলেন, ‘হেলিকপ্টারে বরযাত্রী আসার বিয়ে এই এলাকায় এটাই প্রথম। সে কারণে এলাকাবাসী এ বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করেছেন।’

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু