হোম > সারা দেশ > টাঙ্গাইল

পরীক্ষা কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে ছাত্রলীগ নেতাসহ দুজনকে অর্থদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে পরীক্ষার কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে ছাত্রলীগ নেতাসহ দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে মধুপুর সরকারি কলেজ কেন্দ্রের ভ্যানু মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। 

দণ্ড পাওয়া নেতারা হলেন মধুপুর পৌরশহরের মাস্টারপাড়া এলাকার শেখ ফরিদ বাবু (২৬)। তিনি মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত কলেজ শাখা কমিটির আহ্বায়ক। অপরজন হলেন বাবুর সহযোগী সিজান আহমেদ (২৪)। তার বাড়ি মধুপুরের আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামে। 

অর্থদণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষার হলে অনুপ্রবেশের দায়ে আইনের সংশ্লিষ্ট ধারায় দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’ 

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাশ কোর্সের তৃতীয় বর্ষের ফাইনালের প্রথম পরীক্ষা ইংরেজি ছিল। রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে (ভ্যানু) পরীক্ষা চলার সময়ে মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ওই দুই নেতা প্রবেশ করেন। তাঁরা মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সমাধান করে হলে সরবরাহের উদ্যোগ নেন। 

খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা অভিযুক্ত দুজনকে আটক করেন। পরে পৃথক আদালত বসিয়ে পাবলিক পরীক্ষার আইন অনুযায়ী প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, ‘দণ্ড পাওয়া দুজন মধুপুর সরকারি কলেজের ছাত্র কিনা জানি না। তবে তাঁরা ছাত্রলীগের নেতা বলে শুনেছি।’

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

পেটের ভেতর ৩৯৪৩ ইয়াবা