হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরের সেই বিদ্যালয় ফিরে পেল জমি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার জিতাশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকা অনলাইনে সংবাদ প্রকাশের পর বেদখলে থাকা চার শতাংশ জমি ফেরত পেয়েছে বিদ্যালয়।

২১ জানুয়ারি ‘জমি বেদখলে, ভবন হচ্ছে বিদ্যালয়ের মাঠে’ শিরোনামে আজকের পত্রিকা অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। তা নজরে এলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার ও শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম কাকড়াজান ইউনিয়নের ওই বিদ্যালয় পরিদর্শনে যান। তাঁদের নির্দেশনা অনুযায়ী উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার পরিমাপ করে বেখদলে থাকা চার শতাংশ জমি উদ্ধার করেন।

জিতাশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, জমি বেদখলে থাকায় নতুন করে বরাদ্দ পাওয়া একটি ভবন বিদ্যালয়ের মাঠেই নির্মাণ করা হচ্ছিল। জমি উদ্ধারে গত ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়। কিন্তু দখলদার রুস্তম আলী জমি ছাড়ছিলেন না। পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে জমিটুকু উদ্ধার হলো। পরিমাপের পর এখন রুস্তম আলী জমির দখল ছেড়ে দিতে রাজি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে দুবার ওই বিদ্যালয়ে গিয়েছি। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়ের জমি উদ্ধার করা হয়েছে। এখন মাঠ রক্ষা করেই নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে।’

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন