হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ২ কারখানা শ্রমিক নিহত

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন শ্রমিক মারা গেছেন। আজ শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার দেওহাটা ও গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (২৮) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদন ভয়ামারি গ্রামের গোলাম হোসেন (৩০)। তাঁরা গাজীপুরের আলাদা দুইটি কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জানায়, লকডাউন বহাল থাকলেও রোববার কারখানা খোলা হবে। চাকরি রক্ষায় যোগ দিতে হবে কাজে। এমন খবরে মোটরসাইকেল ভাড়া করে দুপুরে মধুপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন কারখানা শ্রমিক নাজমা বেগম (২৮)। পথিমধ্যে বিকেল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যান। তবে চালক অক্ষত রয়েছে।

এর আগে বোনকে নিয়ে গোলাম হোসেন মোটরসাইকেল চালিয়ে গাজীপুরে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে গোড়াই এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম হোসেন মারা যান। তাঁর বোন অক্ষত রয়েছেন।

হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনই কারখানার শ্রমিক। তাঁরা রোববার কর্মস্থলে যোগ দিতে বাড়ি থেকে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তাঁদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন